• সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি যাত্রী বেশে ট্রলারে উঠে অপহরণকারীরা, দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি — পরে মিলল লাশ গজারিয়ায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবতী এভারকেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলম হোমনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমা হকের বহিস্কারাদেশ প্রত্যাহার গ্রামীণ জনপদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গ্রাম পুলিশ বাহিনীর সুবিধা ও জবাবদিহি বাড়াতে হবে আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে দুদকের গণশুনানি অনুষ্ঠিত ক্ষমতা বা আসন ভাগাভাগির ভিত্তিতে সমঝোতায় যাবে না এনসিপি : নাহিদ ইসলাম

কিন্ডারগার্টেন স্কুল/ মাদ্রাসার শিক্ষকদের সহযোগিতার হাত বাড়িয়েছেন, সেবা সংস্থা (ECHO)

নিজস্ব সংবাদ দাতা / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

৭ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, আ: হক : ৫ ই মে রোজ মঙ্গলবার বেলা দশ ঘটিকার সময় , আউকপাড়া আবাসিক এলাকা ব্লক সি , জ্যোতির্ময় আইডিয়াল স্কুল প্রাঙ্গণে কিন্ডার গার্ডেন স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থা EDUCATIONAL CHARITABLE AND HUMANITARIN ORGANAIZATION ECHO) এর পক্ষ থেকে সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক ও রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজে এফ) এর ঢাকা জেলা সভাপতি, সাংবাদিক ছিদ্দিকুর রহমান রহমান আজাদী। জ্যোতির্ময় আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, মোঃ ফেরদাউসুর রহমান। এ এম রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট আইনজীবী,মো: আব্দুল মালেক। বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুল্লাহিল কাফী।

উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউকপাড়া প্রি – ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক, মোহাম্মদ নাসির উদ্দিন । এছাড়াও এম জামান মাধ্যমিক বিদ্যালয়। সিওর সাকসেস আইডিয়াল স্কুল। প্রগ্রেসিভ মডেল স্কুল। মারবেলাস স্কুল এন্ড কলেজ। ইউনিক ইস্কুল। রায়হান ইনস্টিটিউট। হলিটাচ স্কুল। তাছাউফ স্কুল। নতুন কুঁড়ি বিদ্যানিকেতন। মাহিম মডেল স্কুল। আলিফ মডেল স্কুল। দুর্গাপুর মডেল স্কুল। ও আউকপাড়াএস আর আজাদী দাখিল মাদ্রাসার প্রতিনিধিরা সহ সাভার-আশুলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষক, প্রতিনিধিরা বলেন, বৈশ্বিক মহামারী COVED-19 সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্ত কিন্ডার গার্ডেন স্কুল/ মাদ্রাসার, শিক্ষক/ শিক্ষিকারা। এই বৈশ্বিক মহামারীর কারণে, সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, প্রাইভেট টিউশনি বন্ধ। আমরা আমাদের পরিবার নিয়ে কি অবস্থায় আছি , কেমন আছি তা দেখার মত কেউ নেই। দাতা সংস্থা, সরকারি-বেসরকারি দান অনুদানের কোন অংশই আমাদের জন্য বরাদ্দ নেই। তাই কমপক্ষে আমাদের খোঁজ নিয়েছেন, আমাদেরকে মনে করেছেন, এইজন্য অত্র সংস্থার পরিচালক, আমাতুর রশিদ সহ এই সংস্থার পরিচালকদেরকে ধন্যবাদ জানাই।
বাংলাদেশ হাজার হাজার কিন্ডারগার্টেনে, লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকাদেরকে নির্বাচনসহ সরকারের বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ডাকা হয়। অথচ মহামারীর এ দুর্যোগ মুহূর্তে , কিন্ডার গার্ডেন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা তাদের ছেলে মেয়ে নিয়ে কিভাবে জীবন যাপন করছে, তার খোঁজ নেয়ার আহবান জানানো হয়।
সংক্ষিপ্ত আলোচনা শেষেশিক্ষক-শিক্ষিকাদের বাড়িতে ত্রাণ সামগ্রী সমন্বয়কারী, ছিদ্দিকুর রহমান আজাদী, মোহাম্মদ ফেরদাউসুর রহমান, মোহাম্মদ এম এ মালেক ও মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি এদের নিজ দায়িত্বে, তালিকাভুক্ত প্রায় 80 জন শিক্ষক-শিক্ষিকাদের বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন