১৮ ফেব্রুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
“হে তারুণ্য “—- এম এইচ বিপ্লব সিকদার ।।
হৃদয়ে চোট আসবে বৈকি ক্ষনে ক্ষনে,
হোচট খাবে কাইকে কাইকে।।
হে তারুণ্য থেমোনা- এগিয়ে চলো সৎসাহসে,
কাটাবিদ্দ পথ রুখিতে নাহি পারবে তোমায় নাহি পারবে স্বপ্ন দেখায় বঞ্চিত করতে।।
মুখোশ-লেবাস ধারনে, কারণে অকারণে করিবে জল ঘোলাটে সাদা কাগজ মুড়িয়ে রঙ্গিন মলাটের আবরণে আবদ্দ নিস্ফল দিয়ে পুরুস্কার,
স্বার্থের ধারক বাহক বাদড়ের দল মুচকি হেসে সমাজকে দিবে তিরস্কার।।
হে তারুণ্য ‘ পুরো দুনিয়া তাকিয়ে আছে তোমার পানে,
গাইবে গান বাদড়ের খোলশ উন্মোচনের ।।
পিছু ডাকবে- ধরে রাখবে-রঙের ছোঁয়া,
হয়তোবা পুস্প চন্দন দিবে উপহার।।
হে তারুণ্য ‘করিওনা গ্রহণ হায়নারা যতই করুক হরন তরন,
এই ত্যাগের মহিমায় মহিমান্বিত হবে দুনিয়ায় ঘুঁছে যাবে নিপীড়িতদের হাহাকার।।
হে তারুণ্য ‘অভোগ থাকার অধ্যাবসায়,
ভরে যাবে তোমার হৃদয় নিপীড়িতদের ভালোবাসায়।।
হে তারুণ্য ‘বিপথ নয় চলো দুর্বার গতিতে সত্য ও অধিকার হরনকারীর ধরো চেপে টুটি,
স্বর্গের সু ঘ্রাণে ঘ্রাণে প্রকৃতি তোমায় আলিঙ্গনে দেবে ছুটি।।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।