১৪ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : স্বপ্ন বাজরা স্বপ্ন দেখে, পথ চলায় বাধা বিপত্তি, তিরস্কার, অবহেলা, ভুয়া, কতকি খেতাব প্রাপ্ত হয়ে ক্ষুদ্র গণমাধ্যম কর্মী হয়ে ডিজিটাল যুগে ডিজিটাল ভার্সন গণমাধ্যম টিকে টিকিয়ে রাখতে ৪ বছর যুদ্ধ করে চলছি। চলার পথে এখনো আইপি তে পরিপূর্ণ রুপ দিতে না পারলেও চেষ্টা চালিয়ে যাচ্ছি অবিরাম। জানিনা কতদূর এগুতে পারবো তবে চেষ্টা থাকবে বহুদূর যাওয়ার। মাঝপথে যদি আটকে যায় তাতেও দুঃখ নেই কারন ব্যবসা নয় জাতির কল্যাণে বিলিয়ে দিতেই এই প্রয়াস। কোন পূজিবাদের হাতে না একদল উদীয়মান প্রকৃত সংবাদ কর্মীদের নিয়ে এগিয়ে চলছে। পরিসর টা আপাতত ছোট বড় হতে পারবে কিনা জানিনা তবে যতটুকু অনলাইন ভার্সন নিউজ পোর্টাল চলছে চেষ্টা থাকে তৃণমূলের অসংগতি তুলে ধরার অগ্রাধিকার দিয়ে পথচলা। পাঠক প্রিয়তা আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। পান থেকে চুন খসলে যা হয় ঠিক তেমনি ভাবে নিজের শ্রম, মেধা,অর্থ, দিয়েই চালাচ্ছি। তবে হলফ করে বলতে পারি আমরা আইডি কার্ড ব্যবসা, বোম ব্যবসা, অনৈতিক সুবিধা নেইনি বা ইচ্ছাও নেই। প্রতিনিধিদের কাছে এই গণমাধ্যম সব সময় কৃতজ্ঞ কারন বড় বড় জাতীয় গণমাধ্যমে কাজ করেও এই ক্ষুদ্র মাধ্যমে নিউজ কভারেজ দিয়ে আন্তরিকতার সাথে কাজ করছেন। প্রত্যয় অনেক দূর এগিয়ে যাওয়ার যদি কোন কারণে না পারি আমাদের দূঃখ নেই তবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমদের অনুমোদন নেই তবে অনুমোদন এর জন্য আবেদিত। পাবো কিনা জানিনা কারণ অজানা। প্রিয় পাঠক, দর্শক আপনাদের সহযোগিতা সব সময় কাম্য। এবং একটি গণমাধ্যম স্বগৌরবে চলতে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে শেষ করছি। – সম্পাদক
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।