December 22, 2024, 4:42 pm
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

‘তরমুজ’ দাম কি আসে যায় “ইফতারে মজা পাই”

২৭ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :  পিচ হিসেবে কৃষকের নিকট  তরমুজ কিনে কেজিতে বিক্রি করছে ফলের বাজার গুলো। পার পিচ তরমুজ ৭০-৯০ টাকা কিনে বাজারে সংকট তৈরি করে কেজিতে বিক্রি করে অধিক মুনাফা করছেন  এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। সারা বাংলাদেশেই তরমুজ এর এই ডাকাতির হিড়িক  সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনেক লেখালেখি এবার কেউ কেউ ট্রল করেছেন। আজ মঙ্গলবার তরমুজের কয়েকটি বাজার পরিদর্শনে গিয়ে দেখতে পাওয়া যায় তুলকালাম কান্ড। সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড বড় বাজার, ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের পাশে তাই লোকসমাগম অনেক বলতে গেলে উপচেপড়া ভীড়। নাজিমুদ্দিন ( ছদ্ধনাম)  এক ক্রেতা তরমুজ বিক্রেতাকে অনেক বার বললেন ভাই দাম কত? বিক্রেতা মাথা অন্যদিকে সরিয়ে রাখছেন, তেমন একটা পাত্তাই দিচ্ছেননা ক্রেতাকে এক পর্যায়ে তরমুজ বিক্রেতা নিজেকে খুব ঝামেলায় আছে এমন ভাব দেখিয়ে বলেন কি ভাই বলেন?  ক্রেতা বললো দাম কত?  কোনটা নিবেন দেখেন ৭০ টাকা কেজি সব ভালো তরমুজ যেইটা খুশি নেন। এ দিকে পাশেই এক ভদ্রলোক কাচা বাজার শেষ করে তরমুজের দোকানে আসেন সেই ক্রেতাকে বলেন ভাই তরমুজ না খেলে কি মরে যাবেন, বাদ দেন খাইয়েননা, মগের মুল্লুকে বাস করি পিচে কিনে কেজিতে বিক্রি মানুষের রক্তচোষার সিমা থাকে। ঐ বিক্রেতা মাথা নিচু করে বলে না নিলে না নেন ভাই। ক্রেতা নাজিমুদ্দিন বললেন ইফতার এর সময় খাইতে ভালো লাগে তাই নিতে চাইছিলাম এই বলে একটা তরমুজ নিলেন ৪৭০ টাকায়। গতকাল দেখা গেছে কিছু জায়গায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছেন সচেতন মহল সাধুবাদ দিতে দেখা গেছে। রমজান মাসে এই ধরনের পদ্ধতি নতুন নয় তবে নিয়ন্ত্রণ থাকতে হবে। বাজার মনিটরিং ব্যবস্থা জোর দার করে জনগণকে কিছু টা হলেও স্বস্তি দিতে আবেদন সচেতন মহলের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা