May 6, 2024, 6:58 pm
সর্বশেষ:
সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরো ৯ মৃত্যু

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনায় ছয়জন এবং উপসর্গে তিনজনের মৃত্য হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৪ জন। এ সময় নতুন করে ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত দাঁড়াল ১৩ হাজার ৯৪৮ জন। শনাক্তের হার ৪৬ দশমিক ০৪ শতাংশ।

বুধবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। করোনায় মারা যাওয়া ছয়জনের দুজন ফরিদপুর সদরের, দুজন মাদারীপুর সদরের এবং একজন করে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বাসিন্দা।

করোনা উপসর্গে মারা যাওয়া তিনজনের মধ্যে ফরিদপুর সদরের চর নিখুরদী গ্রামের রাবেয়া বেগম (৬২), তাম্বুলখানা এলাকার বারেক বেপারী (৭০) এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একজন রয়েছেন। ফরিদপুরে নতুন ১৬৩ জনের মধ্যে ভাঙ্গায় দুই, বোয়ালমারীতে ১১, নগরকান্দায় ছয়, মধুখালীতে ছয়, সদরপুরে এক, চরভদ্রাসনে দুই, সালথায় পাঁচ এবং ফরিদপুর সদরে ১৩০ জন।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৬৩ জন নিয়ে ফরিদপুরে করোনো শনাক্তের সংখ্যা ১৩ হাজার ৯৪৮ জনে দাঁড়িয়েছে।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, বুধবার পর্যন্ত হাসপাতালে ২৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ১০৩ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা