January 9, 2025, 10:22 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

জনবল সংকটে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

৬ সেপ্টেম্বর ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,মেঘনা প্রতিনিধি : জনবল সংকটে ভুগছে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল টি ৫০ শয্যায় উত্তীর্ণ হয়েছে শুধু উদ্বোধনের অপেক্ষায় কিন্তু রয়েছে অনেক জনবল সংকট ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ নাগরিক।সেবা নিতে আসা রোগিদের সাথে কথা জানা যায় বহির্বিভাগ সেবা কিছু পেলেও একটু সিরিয়াস রোগী হলে এখানে আর চিকিৎসা করা সম্ভব হয়না, ফলে ঢাকায় রেফার করে দেয়।  হাসপাতাল সূত্রে জানা যায় ১ম শ্রেণির মোট মঞ্জুরীকৃত পদ ১১ টি শূন্য আছে ৫ টি। শূন্য পদগুলো হলো জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া), জুনিয়র কনসালটেন্ট (সার্জারী,) জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) জুনিয়র কনসালটেন্ট (গাইনী) মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক) মেডিকেল অফিসার( ইউএইচ সি) ৩ জনের মধ্যে ১ জন প্রেষনে অন্যত্র ডিউটি করেন। ২য় শ্রেণীর  মোট মঞ্জুরীকৃত পদ ১৩ টির মধ্যে  ২টি সিনিয়র স্টাফ নার্স  পদ শূন্য। ৩য় শ্রেণীর মঞ্জুরীকৃত  ৪৫ টি পদের মধ্যে ক্যাসিয়ার, পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, স্যাকমো( ইউএইচসি) ফার্মাসিস্ট (ইউএইচ সি) মেডিকেল টেকঃ(ল্যাব) স্বাস্থ্য সহকারী ৮টি  জুনিয়র মেকানিক ১টি  ড্রাইভার ১টি সহ মোট ১৬ টি। এ ছাড়া ওয়ার্ডবয় ২টি, আয়া ২ টি, এম এল এস এস (ইউএইচ সি)  ১ টি, কুক / মশালচী ২ জনের মধ্যে প্রেষনে ১ জন আছে, সুইপার /ঝাড়ুদার ৪ টি সহ চতুর্থ শ্রেণীর মোট ১১ টি পদ শূন্য। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জালাল হোসেন বলেন করোনাকালীন ডিউটি ও সাধারণ রোগিদের সঠিক দেখভাল করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়, শূন্য পদ গুলো পূরণের জন্য প্রস্তাব পাঠালেও এখনো পূরণ হচ্ছেনা তার পরেও আমরা যথা সাধ্য চেষ্টা করে যাচ্ছি। হাসপাতালে অনকে ফার্নিচারের অভাব রয়েছে। ওটি চালু আছে কিনা জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন ওটির সকল প্রকার যন্ত্রাংশ ঠিক আছে মাইনর অপারেশন করতে পারি কিন্তু সিজারিয়ান অপারেশন কনসালটেন্ট এর অভাবে সম্ভব হচ্ছেনা। এদিকে উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন জনবল চরম সংকট তার পরেও আমরা করোনা মোকাবেলা থেকে শুরু করে সকল সেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছি কিন্তু এই জনবল সংকট উত্তরণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি না সব কিছু থাকা সত্ত্বেও সেবা সেবা দেওয়া কষ্ট সাধ্য।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা