September 6, 2025, 7:33 am

জীবন তৃষ্ণা ও ফুরিয়ে যাওয়া দিন

নাজমা আক্তার।। 

মানুষের জীবন এক অনন্ত তৃষ্ণার যাত্রা। জন্মের পর থেকেই মানুষ সুখ, প্রেম, জ্ঞান আর শান্তির পেছনে ছুটে চলে। কিন্তু বাস্তবতা হলো—এই তৃষ্ণা কোনোদিনই পূর্ণ হয় না। অপূর্ণতা যেন মানুষের চিরন্তন নিয়তি।

বৌদ্ধ দর্শনে বলা হয়েছে, “তৃষ্ণাই দুঃখের মূল।” কিন্তু যদি সত্যিই মানুষের সব তৃষ্ণা মিটে যেত, তবে জীবন কি আর এত অর্থবহ হতো? অপূর্ণতার মাঝেই তো লুকিয়ে আছে সৃষ্টির বীজ, নতুন দিনের আশ্বাস।

জীবনের আরেক সত্য হলো ‘দিন ফুরোয়’। প্রতিটি ভোর আমাদের মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। তবু এ ফুরোনো সময়ই জীবনের সৌন্দর্যকে দৃশ্যমান করে। অস্তিত্ববাদী দার্শনিকেরা বলেন, যদি সময় অসীম হতো তবে কোনো মুহূর্তই আর মূল্যবান থাকত না।

বাংলা সাহিত্যও এই দর্শনের সাক্ষ্য বহন করে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন

“মানুষ অপূর্ণ, তাই সে সুন্দর;
মানুষ মরণশীল, তাই সে মহৎ।”
অপূর্ণতাই মানুষকে মহান করে তোলে।

জীবনানন্দ দাশ মৃত্যুর মধ্যেও জীবনের আকাঙ্ক্ষা খুঁজেছেন,

“আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।”
এখানে দিনের ফুরিয়ে যাওয়া যেমন স্বীকার করা হয়েছে, তেমনি আছে অনন্ত জীবনের স্বপ্নও।

আর নজরুল ইসলাম? তাঁর বিদ্রোহী কণ্ঠ জন্ম নিয়েছিল “ভালো না থাকা”র বেদনাতেই। সমাজের শৃঙ্খল ও অবিচার তাঁকে অশান্ত করেছিল, আর সেই অশান্তিই তাঁকে দিয়েছিল সৃষ্টির শক্তি।

অতএব দর্শন ও সাহিত্যের আলোকে স্পষ্ট হয়ে যায়,

মানুষের তৃষ্ণা মেটার নয়, আর এই অপূর্ণতাই তাকে জীবনের পথে চালিয়ে নেয়।

দিন ফুরোয়, কিন্তু সেই ফুরোনো দিনের ভেতরেই জীবনের সৌন্দর্য লুকিয়ে থাকে।

ভালো না থাকাটাই মানুষকে সৃজনশীল, বিদ্রোহী ও মহৎ করে তোলে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা