• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]

কুষ্টিয়ায় পরকীয়ার জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম।

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯

  • ২৮ এপ্রিল ২০১৯,
  • বিন্দুবাংলা টিভি. কম,এম,এইচ,আল-মামুনঃঃ

    কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানধীন ঝাউদিয়া ইউনিয়ন বৈদ্যনাথপুর গ্রামে দীর্ঘদিন পরকীয়ার সম্পর্ক হাতেনাতে ধরা পরে গতকাল আনুমানিক রাত ৯:৩০মিনিট।জানা যায়,ঐগ্রামের চান্নু মিয়ার বউ(রুমা খাতুন) এর শারমিনখাতুন  দীর্ঘদিন অনৈতিক সম্পর্ক চলছিল।হঠাৎ গতকাল রাতেশারমিন খাতুন  (২৫)তার প্রেমিকার সাথে দেখা করতে গেলে তার স্বামী(চান্নু)বুঝতে পারে।তারপর চান্নু মিয়া খুব ভালোভাবে শারমিনের বাড়ীতে যায় ও তার মা-বাবাকে বলে,আপনাদের ছেলে আমাদের বাড়ীতে আমার বউয়ের সাথে দেখা করতে গিয়েছিল,এমতা অবস্থায় শারমিন চলে আসে ও উগ্র মিজাজে চান্নুর সাথে কথা বলে এক পর্যায় শারমিন  চান্নুকে আঘাত করে এবং দীর্ঘ সময় চলতে থাকে পরে চান্নুর সাথে থাকা বাবাকে ফলা দ্বারা পেটে আঘাত করে ও চান্নুকে ফলা দ্বারা কপালে আঘাত হানে।এরপর গ্রামের মানুষের ঢল পরে চান্নু ও তার বাবাকে দেখার জন্য।পরে অবস্থা আশংকা হওয়ায় তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।বর্তমান কোনো রকম ভালো আছে বলে জানা যায়।এলাকায় আরো জানা যায়,শারমিন  সকল প্রকার অপক্রমের সাথে জরিত ছিলো।পরে ইবি থানায় মামলা করলে এবং ওসি রতন শেখ,আজ শারমিনকে   গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন