December 23, 2024, 2:50 am
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

কুষ্টিয়ায় পরকীয়ার জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম।

  • ২৮ এপ্রিল ২০১৯,
  • বিন্দুবাংলা টিভি. কম,এম,এইচ,আল-মামুনঃঃ

    কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানধীন ঝাউদিয়া ইউনিয়ন বৈদ্যনাথপুর গ্রামে দীর্ঘদিন পরকীয়ার সম্পর্ক হাতেনাতে ধরা পরে গতকাল আনুমানিক রাত ৯:৩০মিনিট।জানা যায়,ঐগ্রামের চান্নু মিয়ার বউ(রুমা খাতুন) এর শারমিনখাতুন  দীর্ঘদিন অনৈতিক সম্পর্ক চলছিল।হঠাৎ গতকাল রাতেশারমিন খাতুন  (২৫)তার প্রেমিকার সাথে দেখা করতে গেলে তার স্বামী(চান্নু)বুঝতে পারে।তারপর চান্নু মিয়া খুব ভালোভাবে শারমিনের বাড়ীতে যায় ও তার মা-বাবাকে বলে,আপনাদের ছেলে আমাদের বাড়ীতে আমার বউয়ের সাথে দেখা করতে গিয়েছিল,এমতা অবস্থায় শারমিন চলে আসে ও উগ্র মিজাজে চান্নুর সাথে কথা বলে এক পর্যায় শারমিন  চান্নুকে আঘাত করে এবং দীর্ঘ সময় চলতে থাকে পরে চান্নুর সাথে থাকা বাবাকে ফলা দ্বারা পেটে আঘাত করে ও চান্নুকে ফলা দ্বারা কপালে আঘাত হানে।এরপর গ্রামের মানুষের ঢল পরে চান্নু ও তার বাবাকে দেখার জন্য।পরে অবস্থা আশংকা হওয়ায় তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।বর্তমান কোনো রকম ভালো আছে বলে জানা যায়।এলাকায় আরো জানা যায়,শারমিন  সকল প্রকার অপক্রমের সাথে জরিত ছিলো।পরে ইবি থানায় মামলা করলে এবং ওসি রতন শেখ,আজ শারমিনকে   গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা