২ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি,: কুমিল্লার মেঘনা উপজেলায় ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দিয়েছেন গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগ।
,(বিজ্ঞাপন)আজ বৃহস্পতিবার গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুতাহের তার ফেসবুক আইডি তে এ হুশিয়ারি দেন। হুশিয়ারি টি হুবহু তুলে ধরা হলো ’
:
সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে আজ থেকে গোবিন্দপুর ইউনিয়নের বিশেষ করে দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন সময়ে বা ছুটির সময় যদি কোন বহিরাগত ছেলে স্কুলের আশে পাশে গুরাগুরি করে কিংবা কোন মেয়েকে উত্তেজিত করে তাহলে তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিবো আমরা গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগ ..
ইভটিজার যেই হোক তার কোন ছার নাই.
হোক সে আমার ভাই কিংবা আত্মীয় .
ইভটিজার শুদু ইভটিজার ওই তাদের কোন পরিচয় নাই ..
So be careful.
মোঃ আবু তাহের
সাংগঠনিক সম্পাদক
গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।