October 8, 2024, 4:20 pm

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাইফ উদ্দিনকে সংবর্ধনা দিলেন ফেনী বাসী।

৮ জুলাই ২০১৯,বিন্দুবাংলা  টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃক্রিকেট বিশ্বকাপ আসর থেকে সদ্য দেশে আসা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার, ফেনীর ছেলে সাইফ উদ্দিনকে সংবর্ধনা দিলেন ফেনী বাসী।৮ জুলাই সোমবার বিকাল ৪ টায় ফেনী সরকারী কলেজের একটি হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ফেনী শহরের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ উপস্থিত ছিলেন,ফেনীর জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী বিপিএম,পিপিএম সহ ফেনী জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ।সংবর্ধনা অনুষ্ঠানে সাইফ উদ্দিনকে ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিড়ামোদী ছাত্র,জেলার বিভিন্ন সামাজিক সংগঠন,ফেনী জেলা ক্রিড়া সংস্থা,স্থানীন জনপ্রতিনিধি,মিডিয়া ব্যাক্তিত্ব ও রাজনৈতিক ব্যাক্তবর্গ তার গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে তাকে সংবর্ধিত করেন।সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাইফ উদ্দিনকে সাথে নিয়ে, মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ফেনী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন জেলার ক্রিড়ামোদী উৎসুক জনতা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা