July 26, 2024, 3:16 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে লেখা পড়ার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই : সুবিদ আলী ভূঁইয়া।

১৪ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম দাউদকান্দি সংবাদদাতা :

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলতে খেলাধূলার বিকল্প নেই। পাঠগ্রহনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধূলার প্রতি নজর দিতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের মন ও শড়ির কে ভালো রাখবে।

আগামীর প্রজন্মকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে খেলাধূলার প্রতি গুরুত্ব দিতে হবে। ক্রীড়ার সময়টুকুর মধ্যে তরুণরা আনন্দ খুঁজে পায়। বিজয়ের স্বপ্ন দেখে। নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে লড়াই করে। তাই খেলাধুলার চর্চা সবসময় করতে হবে।

তিনি গতকাল শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি অতিথির বক্তব্যে একথা বলেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম , কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন উদ্দিন রকিব, ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ আলম ও মইন উদ্দিন চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলায় ফাইনালে কুশিয়ারা ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় (মেয়ে দল) ও ইলিয়টগঞ্জ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় (ছেলে দল) চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা