July 11, 2025, 12:32 am
সর্বশেষ:
তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি

আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে লেখা পড়ার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই : সুবিদ আলী ভূঁইয়া।

১৪ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম দাউদকান্দি সংবাদদাতা :

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলতে খেলাধূলার বিকল্প নেই। পাঠগ্রহনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধূলার প্রতি নজর দিতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের মন ও শড়ির কে ভালো রাখবে।

আগামীর প্রজন্মকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে খেলাধূলার প্রতি গুরুত্ব দিতে হবে। ক্রীড়ার সময়টুকুর মধ্যে তরুণরা আনন্দ খুঁজে পায়। বিজয়ের স্বপ্ন দেখে। নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে লড়াই করে। তাই খেলাধুলার চর্চা সবসময় করতে হবে।

তিনি গতকাল শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি অতিথির বক্তব্যে একথা বলেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম , কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন উদ্দিন রকিব, ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ আলম ও মইন উদ্দিন চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলায় ফাইনালে কুশিয়ারা ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় (মেয়ে দল) ও ইলিয়টগঞ্জ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় (ছেলে দল) চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা