৩০ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :করোনা ভাইরাস প্রতিরোধে মেঘনার অসহায় খেটে খাওয়া মানুষ গুলো ঘরবন্দী হয়ে কর্মহীন। মানবিক বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে।সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন বিত্তশালী, সংগঠন, আজ মাঠে কাজ করে যাচ্ছে কর্মহীন মানুষের কল্যাণে।” তেমনি আমরা মেঘনা বাসী ” ফেসবুক গ্রুপ “মেঘনাবাসী করোনা ক্রাইসিস ফান্ড ” একটি প্রকল্প হাতে নিয়েছে অনেকেই সেখানে যার যতটুকু সম্ভব সহযোগিতা করছেন। এর ধারাবাহিকতায় দুজন মেঘনার কৃতি মেঘনাবাসীর এই ক্রান্তিলগ্নে এগিয়ে এসেছেন। উপজেলার হরিপুর গ্রামের কৃতি সন্তান পুলিশের এডিশনাল ডি আইজি গাজী মোঃ মোজাম্মেল হক ও সোনাকান্দা গ্রামের কৃতি সন্তান সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য( ৪৯) সেলিনা ইসলাম উক্ত ফান্ডে ৫ টন করে মোট ১০ টন চাল দেওয়ার প্রতিস্রুতি দিয়ে মেঘনাবাসীর পাশে দাড়িয়েছেন। জয় হবে মানবতার। জাগছে মানবতার মেঘনা।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।