May 2, 2024, 2:36 pm
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

কোচদের পারিশ্রমিকে লজ্জিত সালাউদ্দিন

১৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ এ কোনো পারিশ্রমিক নিচ্ছেন না গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

গাজী গ্রুপের স্থায়ী চাকুরীজীবী হওয়ায় ঘরোয়া ক্রিকেটের এ আসর থেকে বাড়তি আয়ের সুযোগ নেই সালাউদ্দিনের। তবে টুর্নামেন্টে দলকে চ্যাম্পিয়ন করাতে পারলে বাড়তি আয়ের সুযোগ তো আছেই। সেই পথেই আছেন সালাউদ্দিন। শুক্রবার তার দল চট্টগ্রাম ফাইনাল খেলবে জেমকন খুলনার বিপক্ষে।

তবে টুর্নামেন্টে কোচদের পারিশ্রমিক নিয়ে লজ্জিত সালাউদ্দিন। তিনি জানালেন, এমন পারিশ্রমিক পেলে ভবিষ্যতে কোনো ছেলেকে কোচিং পেশায় আসতে উদ্বুদ্ধ করবেন না তিনি।

বিসিবি ঘরোয়া ক্রিকেট ফেরাতে আয়োজন করেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। খেলোয়াড়দের ও কোচদের পারিশ্রমিক বিসিবি ঠিক করেছে। এ গ্রেডের খেলোয়াড়রা পাচ্ছেন সর্বোচ্চ ১৫ লাখ টাকা। এরপর আরও তিন গ্রেডে পারিশ্রমিক ১০, ৮ ও ৪ লাখ টাকা। পাঁচ দলের হেড কোচের পারিশ্রমিক ধরা হয়েছে ৩ লাখ টাকা করে। সহকারী দুইজন কোচের একজন পাবেন দেড় লাখ, একজন এক লাখ। এছাড়া ফিজিও ও ট্রেনার পাবেন ১ লাখ টাকা করে। কোচদের পারিশ্রমিক খুবই কম বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক সহকারী কোচের দায়িত্ব পালন করা সালাউদ্দিন।

বৃহস্পতিবার হাই প্রোফাইল এ কোচ বলেন, ‘আমি এখানে কোন পারিশ্রমিক নিচ্ছি না। গাজী গ্রুপে আমি চাকুরী করি। কোচের পারিশ্রমিকের ব্যাপারে আমি খুব লজ্জিত। আমি সারাজীবন চেয়েছি বাংলাদেশে যেন কোচেরা আসে, আরও খেলোয়াড় আসুক যারা কোচিং করতে আসে। তারা যেন একটা ভালো স্ট্যাটাস নিয়ে বাঁচতে পারে। আমার কাছে মনে হয় এ ধরণের পারিশ্রমিকে কখনই কোন ছেলেকে বলবো না তোমরা কোচিংয়ে আসো।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা