• সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক মেঘনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এখন সময়ের দাবি মেঘনায় জুনিয়র বৃত্তি পরিক্ষায় ৯ শতাংশ নীরব অনুপস্থিতি: পরীক্ষার হলের বাইরে পড়ে রইল ভবিষ্যৎ আগামীকাল মেঘনায় আসছেন ড. খন্দকার মোশাররফ হোসেন মেঘনায় অবৈধ করাত কলের দখল, প্রশাসনের নীরবতা রহস্যজনক দুদক অধ্যাদেশ ২০২৫: সংস্কারের নামে কতটা বাস্তব পরিবর্তন? কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার সাদ্দামসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার তারেক রহমানের প্রত্যাবর্তনে জনসমুদ্র—কনকনে শীত ভেদ করে ইতিহাস গড়ার অপেক্ষা সিডিএতে প্ল্যান অনুমোদনে ঘুস ও হয়রানির অভিযোগে দুদকের অভিযান একদিনে তিন জেলায় দুদকের অভিযান , ফাঁস অনিয়মের চিত্র

মেঘনায় ইসলামী ঐক্যজোটের প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ২৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

বিপ্লব সিকদার।।

কুমিল্লা -২ (হোমনা -মেঘনা) আসনে ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেনের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দিতে আসার সময় বড়কান্দা -ভাওর খোলা সড়কের মাঝামাঝি স্থানে আমান উল্লাহ আমান পূর্বে থেকে উৎপেতে  দলবল নিয়ে এ হামলা চালায়।হামলায় ৪ জনের মত আহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। বিষয়টি ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আলতাফ হোসেন নিশ্চিত করেন এবং তিনি বলেন আমি বহরের মাঝামাঝি ছিলাম উপজেলা অভিমুখে যাওয়ার পথে বড়কান্দা -ভাওরখোলা সড়কের মাঝামাঝি স্থানে আমার গাড়ি ও মটর সাইকেল শোভাযাত্রার সামনে এসে পূর্বে থেকে উৎপাতা আমান উল্লাহ সহ কিছু লোক অতর্কিত হামলা করে পালিয়ে যায়। ওরা কি কোন রাজনৈতিক দলের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সন্ত্রাসীদের কোন দল নেই। তবে বিষয় টি স্থানীয় ভাবে মিমাংসা হয়েছে। এদিকে আমান উল্লাহর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সংযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আমি জেনেছি একটি অভিযোগ দিতে বলেছিলাম তিনি এখনো দেননি। আমরা বিষয়টি দেখতেছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন