April 27, 2024, 12:36 am

১০ প্রকল্প পরিদর্শন করে ২  প্রকল্পের হদিস পায়নি দুদক 

বিপ্লব সিকদার :
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ ১০ প্রকল্প পরিদর্শন করে  ২ প্রকল্পের হদিস পায়নি দুদক।   বরিশাল জেলা দুদক কার্যালয়ের একটি এনফোর্স মেন্ট টিম বাবুগঞ্জ উপজেলায় গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের জন্য বরাদ্দকৃত টাকা কাজ না করেই আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনাকালে এ তথ্য পায়। আজ ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক আক্তারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ  নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়
বরিশাল জেলারবাবুগঞ্জ উপজেলায় গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের জন্য বরাদ্দকৃত টাকা কাজ না করেই আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুদক জেলা কার্যালয় বরিশাল হতে একটি এএনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।টিম সরেজমিন পরিদর্শনকালে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে পিআইও অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়  থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায়  ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দকৃত ৩২টি প্রকল্পের মধ্যে দৈবচয়ন এর ভিত্তিতে ১০ টি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনকালে   এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও স্থানীয়দের বক্তব্য গ্রহণ করে। পরিদর্শনকৃত
১০ টি প্রকল্পের মধ্যে ২ টি প্রকল্পের কোনো  দৃশ্যমান কাজ সম্পন্ন হয়নি বলে প্রতীয়মান হয়। পরবর্তীতে এ বিষয়ে  বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা