January 2, 2025, 7:57 pm
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো’র বেল্ট প্রদান ও সংবর্ধনা

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো’র বেল্ট প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষার কসরত শেষে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে বেল্ট প্রদান করা হয়।

শনিবার (৬ ই এপ্রিল) আফতাবনগর নিজ ক্লাবে সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালিত হয়। শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে তাদের প্রমোশন বেল্ট প্রদান করা হয়।

বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো’র প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শুকুর আলী সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ওয়াদোকাই কারাতে দো’র প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান প্রশিক্ষক নাজমুল মোরশেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াং জেনারেশন কারাতে দো’র প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান প্রশিক্ষক ইউনু খান এবং সাংবাদিক আব্দুল হক প্রমুখ। এছাড়াও ছাত্রছাত্রীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোরশেদ বলেন, শারীরিক কসরত শরীর ফিট রাখতে সাহায্য করে।
মন প্রফুল্ল রাখে।তাই কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই।আমি সকল অভিভাবকদের আহবান জানাবো আপনারা ছেলেমেয়েদের কারাতে শেখান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা