July 11, 2025, 5:29 am
সর্বশেষ:
তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি

মাদারীপুরে নলকূপ বসাতে গিয়ে বের হয়ে এলো আগুন

৬ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

সুইটি আক্তার, মাদারীপুর।

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি নামক গ্রামে গভীর নলকূপের পাইপ বসানোর সময় বের হলো গ্যাস। এতে জ্বলছে আগুন,হাজার জনতার ভীড়।

ঘটনা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়। রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি নামক গ্রামের মাহফুজ ফকির নামের বাড়িতে গত রবিবার থেকে ৯৫ ফিট্ গভীর নলকূপ বসানোর কাজ শুরু করেন মঙ্গলবার বিকেল সাড়ে ৪ ঘটিকার দিকে নলকূপ বসানোর জন্য ৯৫-ফিট গভীরে পাইপ ফেলাইলে নিচ থেকে পাইপ উঠে আসতে শুরু করে বারবার চেষ্টা করে গভীর নলকূপ বসানোর ব্যর্থ হন শ্রমিকরা।

হটাৎ দেখতে দেখা যায় গভীর নলকূপ বসানোর গর্থের ভিতর থেকে বের হয়ে আসছে পানির সাথে গ্যাস। একপর্যায়ে জ্বলতে থাকে আগুন এলাকাবাসি অনেক চেষ্টা করার পরে-ও পারেনি নিয়ন্ত্রণে আনতে পরে ফায়ার সার্ভিস ও প্রাশাসনিক কে বাধ্য হয়ে তাৎক্ষণিক মোবাইল ফোনে কল দিয়ে খবর দিলে ঘটনা স্থানে ফায়ার সার্ভিসের কর্মীরা ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনা স্থানে গিয়ে বিভিন্ন পদ্ধতিতে আগুন নিয়ন্ত্রণের আনেন।

৪’ঠা আগস্ট মঙ্গলবার সকাল থেকে ঐ গভীর নলকূপ বসানোর গর্তের  ভিতর থেকে বের হতে শুরু করে পুনরায় আগুন মাহফুজ ফকিরের বাড়ির লোক সহ চারপাশে লোকজন ভয়ে আতংক সৃষ্টি করে একপর্যায়ে রাজৈর উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের থেকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের জমে উঠেছে ভীড়।

এমতো অবস্থায়, জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসি। এবিষয়ে পুনরায় খবর পেয়ে ঘটনা স্থান; পরিদর্শন করা ফায়ার সার্ভিসের কর্মীরা দায় এড়াতে চেষ্টা করিলে।
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, জেলা প্রশাসক ড, রহিমা খাতুন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা