বিপ্লব সিকদার :
বগুড়া এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে টেন্ডারে ব্যাপক গড়মিলের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বগুড়া দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। দুর্নীতি দমন কমিশনের( দুদক) প্রধান কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়
জেনারেল ম্যানেজার, এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড, বগুড়া -এর বিরুদ্ধে টেন্ডার ও মালামাল নিয়ে দুর্নীতি এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বগুড়া থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম সংশ্লিষ্ট দলিলাদি পর্যালোচনা করে ও অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। স্ক্র্যাপ মালামাল বিক্রয়ের দাখিলকৃত টেন্ডারে ব্যাপক গরমিল এবং অস্বাভাবিক দর উল্লেখ করা হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। টিম পরবর্তীতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।