May 17, 2024, 5:09 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মেঘনায় জনাকীর্ণ ইউপি ভবনটি এখন রঙিন, কিন্তু ঝুঁকি!

১৬ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,    মেঘনা সংবাদদাতা :  কুমিল্লার মেঘনা উপজেলায় ইউপি ভবনটি রঙ্গের ছোয়ায় রঙিন,কিন্তু ঝুঁকি!     গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ভবন টি সেননগর বাজারে অবস্থিত কেউ যদি ইদানিং সেখানে যান তা হলে চমকে ও যেতে পারেন।

মান্দাতা আমলের এই ভবনটি তে ঝুঁকি নিয়ে কাজ করতেন চেয়ারম্যান  ইউপি সদস্য সহ সংশ্লিষ্টরা। দীর্ঘদিন এই ভবনটিকে নতুন করে করার জন্য ভূমি প্রয়োজনের তুলনায় কম থাকায় বহুবার এলাকার নেতৃস্থানীয় দের নিয়ে মিটিং ও করা হয় এমন কি ইউনিয়ন পরিষদের যায়গা বেদখল হওয়ার কারনে সমঝোতার ভিত্তিতে জায়গা বের করে নতুন ভবন তৈরির তদবির চালানোর কথা ছিলো,কিন্তু কাজের কাজ কিছুই হয়নি যে ভবনটি কে দুই থেকে তিন বছর পূর্বে তৎকালীন সময়ের ডিসি পরিদর্শনে এসে এটিকে পরিত্যক্ত ঘোষণা করার কথাও বলে গিয়েছিল কিন্তু অদৃশ্য কারনে তা করা হয়নি। ঝুঁকি নিয়ে ই কাজ চালিয়েছেন কর্তৃপক্ষ। ভবনটির পলেস্তারা ভেঙে পড়তো ছাদের ডালাইয়ের রড গুলো ক্ষয় হয়ে অকেজো হয়ে গেছে। যে কোন মুহূর্তে ভবনটি দূর্ঘটনার সম্মুখীন হতে পারে এবং হতাহতের ঘটনা ও ঘটতে পারে। সাম্প্রতিক কালে ভবন টিকে মেরামত করা হয় যা বেরন গাছ দিয়ে খাট বানানোর মত হয়েছে। বদলে গেছে ভবনের চেহারা, জনাকীর্ণ, পরিত্যক্ত, ঝুঁকি পূর্ণ সকল অবস্থান রেখে আস্তর আর  রঙ লাগিয়ে ভবনটিকে রঙ্গিন বানিয়ে ফেলা হয়েছে। কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর প্রশ্ন  ভবন টি রঙ্গিন হওয়ার ফলে কি     ঝুঁকি মুক্ত হয়েছে?  যদি না হয় এ ভবনটি পরিত্যক্ত ঘোষণা না করে কেন রঙ্গিন করা হলো,প্রশ্ন সচেতন সমাজের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা