May 17, 2024, 1:10 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ঢাকা -৫ উপ নির্বাচন: মনুর চমক!

১৫ আগষ্ট ২০২০,বিন্দুবাংলা টিভি. কম,
নিজস্ব প্রতিবেদক:
রাত পোহালেই জাতীয় শোক দিবস। কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এ দিবসে। ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। অপরদিকে আসন্ন ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনকে ঘিরে প্রার্থী সমর্থক ও ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সড়ক-মহাসড়ক, অলিতে গলিতে, পাড়ায় মহল্লায় পছন্দের প্রার্থীর ছবি সংযুক্ত ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। প্যান্ডেল সাজিয়ে অনেক প্রার্থী সমর্থকদের নিয়ে সমাবেশ করছেন। মজার বিষয় হলো ওই আসনের বিলুপ্ত সারুলিয়া ইউনিয়নের ডগাইরে এই প্রথম কোন সংসদ সদস্য প্রার্থীর পা পড়লো। তার আগমনে সমর্থক, স্থানীয় জনসাধারনসহ প্রবীন ও বিচক্ষন নাগরিকদের উৎসুক আলাপ আলোচনা ছিলো নজরে পড়ার মতো। অনেকেই মানতে পারছেন না কারা নিয়ে আসলো এই হেভিওয়েট সংসদ সদস্য প্রার্থীকে। মদিনবাগ (কোদালদোয়া) জামে মসজিদের সভাপতি কবির মাষ্টার মাগরিবের নামাজ আদায়ের পর উপস্থিত মুসল্লিদের সামনে এলান করেন সম্মানিত সংসদ সদস্য পদে প্রার্থী মনিরুল ইসলাম মনু কিছু কথা বলবেন। তবে কাজী মনিরুল ইসলাম মনু বলতে তাঁর বেশ ৫ বার চেষ্টা করতে হয়েছে। ৪ বার তিনি ব্যর্থ চেষ্টা করে শেষ বার সক্ষম হন।
শুক্রবার (১৪ আগষ্ট) ডগাইর পূর্ব পাড়া চৌধুরী মার্কেট মোড় বিকেলে ইঞ্জি. এনামুল হাসান, মো. মাঈনুল আহমেদ, মো. রোকন হোসেন, মো. রবিন হোসাইন, রাজু আহমেদ খান রতন, মো. জহিরুল ইসলাম, মো. জাহিদ হাসান ও রাসেল আহমেদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি ও দোয়া আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু, প্রধান বক্তা বিলুপ্ত মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শান্ত নুর খান শান্ত, বিশেষ অতিথি বিলুপ্ত সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজ প্রধান, আওয়ামী লীগ নেতা বাচ্চু সাউদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, বিলুপ্ত ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইসহাক মিয়া, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মিন্টু, সভাপতিত্ব করেন গ্রীন সিটি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আহমেদ মোহাম্মদ আলী (বাপপু)।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা