May 11, 2024, 4:31 pm
সর্বশেষ:
দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

ঢাকায় রেস্টুরেন্টে ২০০ মরা মুরগিসহ আটক ৭

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ২০০টি মরা মুরগি জবাই করে রান্নার প্রস্তুতি নেওয়ার সময় ৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ জুন) বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

অভিযানের নেতৃত্ব দেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজ। আটকৃতদের মধ্যে ওই রেস্টুরেন্টের ম্যানেজার রবিউল রয়েছেন।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিমানবন্দর এয়ারপোর্ট রেস্টুরেন্ট কর্তৃপক্ষ গোপনে মরা মুরগিসহ নিম্নমানের খাবার বিক্রি করে আসছিল। এ ছাড়া উচ্চ মুল্যে খাবার বিক্রি করার অভিযোগ উঠেছে ওই রেস্টুরেন্ট কর্মচারীদের বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, দীর্ঘ দিন ধরে গোপনে মরা মুরগি জবাই দিয়ে বিমান যাত্রী, স্বজন ও বিমানবন্দরে কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মচারীদের কাছে বিক্রি করে আসছিলেন রেস্টুরেন্ট কর্মচারীরা। এতোদিন গোপন থাকলেও শনিবার বিমানবন্দর এপিবিএন পুলিশের নজরে ধরা পড়ে বলে সংশ্নিষ্টরা জানান।

বিমানবন্দর এপিবিএন পুলিশ জানায়, বিমানবন্দর এলাকায় মানুষের খাবারের একমাত্র রেস্টুরেন্ট হচ্ছে এয়ারপোর্ট রেস্টুরেন্ট। এখানে দেশি-বিদেশি বিমান যাত্রী, স্বজন ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা খাওয়া-দাওয়া করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা