May 16, 2024, 11:13 pm
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মোটরসাইকেলে ‘প্রেস’ লাগিয়ে যাত্রী পরিবহন, আটক ৩

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, চট্টগ্রাম প্রতিনিধি:

মোটরসাইকেলে ‘প্রেস’ লেখা স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহন করায় তিনজনকে আটক করেছে র‌্যাব। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে তাদের ছেড়ে দেয়া হয়। সোমবার (৫ জুলাই) দুপুরে চট্টগ্রা নগরের টাইগারপাস মোড় এলাকায় র‌্যাবের বিশেষ চেকপোস্টে তাদের আটক ও জরিমানা করা হয়।

চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, সরকারঘোষিত লকডাউন (বিধিনিষেধ) বাস্তবায়নে আজ সকাল থেকে চট্টগ্রামের মিরসরাই, হাটহাজারী ও নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র‌্যাব। দুপুরের দিকে নগরের টাইগারপাস এলাকায় প্রেস লেখা তিন মোটরসাইকেলের চালককে আটক করা হয়। কিন্তু তাদের কোনো পরিচয়পত্র ছিল না। পরে র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা প্রেস স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহনের কথা স্বীকার করেন।

তিনি বলেন, আটক তিন মোটরসাইকেল চালককে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।

জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে গত ৩০ জুন সাতদিনের (১ জুলাই থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত) কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। আজ (সোমবার) আরেক প্রজ্ঞাপনে লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে।

লকডাউন চলাকালীন জরুরি সেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। গণমাধ্যমসহ কিছু জরুরি সেবা এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা