August 1, 2025, 10:11 pm
সর্বশেষ:
মেঘনায় এলজিইডির উদ্যোগে ৯টি নতুন ব্রীজ ও ৩৪ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প সয়েল টেস্ট সম্পন্ন, দ্রুত শুরু হচ্ছে নির্মাণ কাজ ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ৬০ প্রকল্পের শত ঠিকাদার, টাকা তুলে নিয়ে উধাও গারদ খানার মতো মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় জনদুর্ভোগ চরমে দেশে নৈরাজ্যের আশঙ্কা এসবির, সব জেলায় সতর্কবার্তা সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিলের রায় বহাল The Guardian of Democracy — Tarique Rahman মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি

বাউশিয়ায় কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি মরে ভেসে উঠছে মাছ, জলজ প্রাণী।

২১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ম্যানস ফি পেপার মিলস এবং আনোয়ার সিমেন্ট শিটের বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি মরে ভেসে উঠছে মাছ, হাস ও বিভিন্ন জলজ প্রাণী, ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদি জমি, ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে স্থানীয় গ্রামের সাধারণ মানুষ। আইনের তোয়াক্কা না করে বিষাক্ত বর্জ্য নদীতে ফেলার কারণে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত ছাড়াও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

কারখানার বর্জ্য কাজলা নদীতে পড়ছে। আর এই নদীতীরের মধ্যবাউশিয়া, টেকপারা, বক্তারকান্দি, পুরান বাউশিয়া, মনারকান্দি, চরবাউশিয়া, পোড়াচক বাউশিয়া, চৌদ্দ কাউনিয়া ও কুমারিয়া গ্রাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রবাহমান নদীর পানি পরিণত হয়েছে ভয়ঙ্কর বিষে। এই নদীর পানি ব্যবহার এবং নদীতে মাছ শিকার ছিল এই অঞ্চলের মানুষের অন্যতম অবলম্বন। তাও বন্ধ হয়ে গেছে। প্রায় কয়েক বছর ধরে এ নদীর পানি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। পানির দুর্গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম। নদী এখন মাছশূন্য। মাছ এবং জলজ প্রাণী মরে ভেসে উঠছে। বিষাক্ত কেমিক্যাল বর্জ্যে পানি নষ্ট হওয়ায় এখানকার ধান-পাট ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কৃষক ফলন পাচ্ছেন না। পরিবেশ অধিদপ্তর এর আগে একাধিক বার কারখানাগুলোকে জরিমানা করলেও পরিবেশ দূষণ বন্ধ হয়নি এখনো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা