October 17, 2025, 3:51 pm
সর্বশেষ:
নির্বাচন কীভাবে হবে তা রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্টা যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ রাখার আহ্বান ড. খন্দকার মারুফ হোসেনের বিগত বছরের তুলনায় মেঘনায় এইচএসসি ফলাফলে ইতিবাচক অগ্রগতি মেঘনায় অধরাই রয়ে গেল মাদকের সম্রাটরা এইচএসসির উদ্বেগজনক ফলাফলের জন্য ফ্যাসিস্ট সরকারের ব্যর্থ শিক্ষানীতিই দায়ী : ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মেঘনার জলারপার নোয়াগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে ভোটকেন্দ্রে নতুন কক্ষ নির্মাণ হয় পদ দিন; নয়তো টাকা ফেরত দিন দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া

গজারিয়ায় ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার

৩১জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :
মুন্সীগঞ্জের গজারিয়ায় ছিনতাইকারীদের ব্যবরত প্রাইভেট কার উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।
বুধবার ৩১ জুলাই আনুমানিক সকাল ৭.টায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর ষ্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। বালুয়াকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের। ছেলে মো: আবুবকর (২৮) বাসা থেকে ২ ল্ক্ষ ৮৫ হাজার টাকা নিয়ে ভাটেরচর ষ্ট্যান্ডে এসে নামলে ছিনতাইকারির কবলে পরেন। আবুবকর জানান একই ষ্ট্যান্ডে আগে থেকে সাদা রং এর। প্রাইভেটকার নিয়ে থামা ছিল ছিনতাইকারি চক্র। তিনি আরও জানান ছিনতাইকারি চক্র গাড়ি নিয়ে কুমিল্লা মুখী যাত্র করে। তাদের ধাওয়া করে আবুবকর পিকআপ যোগে ভিটিকান্দি গ্রামের মাঝামাঝি স্থানে ছিনতাইকারীদের ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ১১-৬১২৮ নম্বর প্রাইভেট কারটি দেখতে পায়। গাড়ি রেখে ছিনতাইকৃতরা দ্রুত পালিয়ে যায়। গজারিয়া থানা পুলিশ খবর পেয়ে প্রাইভেট কারটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। স্হানীয় ভাবে জানা যায় সকাল ৭ টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে মা বাবার দোয়া ষ্টোরের স্বত্তাধিকারী রফিকুল ইসলামের ( রবিউল) ছোট ভাই আবু বকর বাড়ি থেকে ২লক্ষ পচাশি হাজার টাকা ইসলামী ব্যাংক সোনারগাও শাখার ব্লাংক চেক ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রিক্সা দিয়ে রওয়ানা হয়ে হাজী রাজা প্লাজার সামনে নামার পর পরই ছিনতাইকারীরা গাড়ি থেকেই জোর পূর্বক টাকার থলেটি নিয়ে পালিয়ে যায়। গাড়ির নং ঢাকা মেট্রো-গ ১১-৬১২৮ সাদা প্রাইভেট কার থেকে আবু বকরের টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় ভিটিকান্দি এলাকায় জ্যামে পরলে এরা ভিটিকান্দি গ্রামে ঢুকে ব্রীজ সংলগ্ন প্রাইভেট কারটি রেখে পালিয়ে যায়। গজারিয়া থানা ইনচার্জ হারুন অর রশিদ ঘটনা নিশ্চিত করে জানান ছিনতাইকারিদের গাড়ি আটক রয়েছে । তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা