May 18, 2024, 11:39 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের চরম অব্যবস্থাপনায় ব্যবস্থাপনা কমিটির সভায় ক্ষোভ

১২ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় কমপ্লেক্সটির চরম অব্যবস্থাপনা তুলেধরে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় জনপ্রতিনিধি।

ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার এমপি’র সভাপতিত্বে ১১ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডাক্তার এবিএম মোজাম্মেল হকের সঞ্চালনায় হাসপাতাল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম,ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃসাইফুল ইসলাম,ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) তাপস পাল বড়ুয়া,দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার প্রমুখ।
সভায় দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন,হাসপাতালটিতে চরম অব্যবস্থাপনা বিরজ করছে।এখানে রোগী আসলে শুধু রেফার করা ছাড়া আর কোন কাজ নেই।সঠিকভাবে রোগীর কোন চিকিৎসা সেবা দেয়া হয় না।এলাকার জনগণ যেহেতু এই হাসপাতালে কোন ধরণের চিকিৎসা সেবা পাচ্ছেনা,সেহেতু এই হাসপাতালটির পেছনে সরকার কেন অহেতুক লক্ষ লক্ষ টাকা খরচ করবে।
জনপ্রতিনিধির অভিযোগ শুনে,শিরিন আখতার এমপি বলেন,বর্তমান সরকার হাসপাতালের সকল সুযোগ সুবিধা দিচ্ছেন।তাই আমার নির্দেশ এই হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীরা যারা রয়েছেন,তারা যেন এখন থেকে নিজেদের দায়িত্ববোধ জাগত্রকরে সঠিক দায়িত্ব পালন করেন।পরবর্তী সভায় এসে আমি যেন,আপনাদের দায়িত্ব পালনে অবহেলার বিষয় আর কোন অভিযোগ না শুনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা