May 17, 2024, 4:07 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ইসলামপুরে জুয়া খেলার প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা : থানায় অভিযোগ

৫ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

শহিদুল ইসলাম, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় জুয়া খেলার প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা করেছে জুয়াড়িরা। উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়ারচর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে ভোক্তভোগি মুক্তিযোদ্ধা মাহবুর হোসেন বাদি হয়ে একই এলাকার ছাইর উদ্দিন মণ্ডলকে প্রধান বিবাদী করে ৯ জনের নামে ইসলামপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে।

থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত অতুল মণ্ডলের ছেলে ছাইর উদ্দিন মণ্ডল, শাজাহান, হাজী মণ্ডল, শুকুর মণ্ডলের ছেলে সাইদুর গংরা দীর্ঘদিন থেকে এলাকায় জুয়া খেলার আসর বসিয়ে আসছিল। স্থানীয় মুক্তিযোদ্ধা মাহবুর হোসেন তাদের জুয়া খেলার নিষেধ করলে জুয়াড়িরা তাকে ও তার পরিবারকে শায়েস্তা করতে নানা ফিকির-ফন্দি আঁটে। এক পর্যায়ে গত ২৩ এপ্রিল সন্ধ্যায় মন্নিয়া বাজারে গেলে মুক্তিযোদ্ধা মাহবুর হোসেনের ছেলে শহীদ আলমের উপর হামলা করে। এ সময় তাকে উদ্ধার করতে তার অপর ছেলে রুহুল আমীন এগিয়ে আসলে তাকেও জুয়াড়িরা মারধর করে তার পকেটে থাকা ৫২ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে মুক্তিযোদ্ধা মাহবুর হোসেনের ভাতিজা আইন উদ্দিন পৌঁছলে তাকে জুয়াড়িরা মারধর করে। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে আইন উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
বর্তমানে ভূক্তভোগি মুক্তিযোদ্ধা মাহবুর হোসেন তার পরিবার নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা