May 17, 2024, 8:00 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কর্মহীনদের মাঝে মেঘনা উপজেলা বিএনপির খাদ্য সামগ্রী উপহার

১২ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি :

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৮ টি ইউনিয়নে কর্মহীন, গৃহবন্দি ১৮০০ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করেছে।
দেশবরেণ্য সিনিয়র রাজনীতিক,বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধের বীর সংগঠক ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের এই মানবিক সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচী বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধান করেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।
আজ মঙ্গলবার মেঘনা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ মোহাম্মদ পুর,সেননগর, শিবনগর, বড়কান্দা, চালিভাঙ্গা, চন্দনপুর,মানিকার চর,কাশিপুর বাজার ও মুগার চর স্পটে যান এবং কর্মহীন,গৃহবন্দি ১৮০০ হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণের জন্য ৮ টি ইউনিয়ন বিএনপির নেতাদের কাছে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন।

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক মো. রমিজউদ্দিন লণ্ডনী,সদস্য সচিব মো. সালাহউদ্দিন সরকার, যুগ্ম-আহবায়ক আব্দুল অদুদ মুন্সী, মো.সলিমউল্লাহ,এম.এম মিজানুর রহমান,মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, বিএনপি নেতা মো.আব্দুল গাফফার, আবু ইউসুফ নয়ন ও এডভোকেট হাবিবুর রহমান মিয়াজী প্রমুখ।
উল্লেখ্য,মেঘনা বিএনপির নেতাদের এই মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। করোনাভাইরাস সংক্রমণ শুরু হবার পর থেকে মেঘনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ব্যক্তি পর্যায়েও প্রতিটি গ্রামে কর্মহীন,গৃহবন্দি ও হতদরিদ্র পরিবারের মধ্যে অব্যাহতভাবে খাদ্য-সামগ্রী বিতরণ করে আসছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা