May 19, 2024, 8:24 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ক্রেতা সেজে দুই পাখি বিক্রেতাকে আটক করে সাজা

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ক্রেতা সেজে দুই পাখি বিক্রেতাকে আটক করে সাজা দিয়েছেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ইউএনও মো. মতিউর রহমান খান।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেন ইউএনও মো. মতিউর রহমান খান।

তিনি জানান, শুক্রবার ভোরে পরিযায়ী পাখি রক্ষায় তার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ১২টি বকপাখিসহ উপজেলার গড়াহাটি নোয়াগড় এলাকার দুইজনকে আটক করা হয়।

এরা হলেন, উপজেলার গড়াহাটি নোয়াগড় এলাকার জোনাব আলীর ছেলে মো. আলমগীর মিয়া (২৩) ও একই এলাকার ফুরুক মিয়ার ছেলে লুতু মিয়া (২০)।

পরে মোবাইল কোর্টে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন ২০১২ অনুযায়ী তাদেরকে ১৫ দিন করে  বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়া উদ্ধারকৃত পাখি হাওরের আকাশে অবমুক্ত করা হয়।

অতিথি পাখি রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মো. মতিউর রহমান খান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা