May 18, 2024, 6:46 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

বি- আলম হত্যা মামলার পলাতক আসামি রাসেল সরকার গ্রেফতার

১৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া :

গজারিয়ায় শ্রমিক নেতা বি- আলম হত্যা মামলার পলাতক আসামি রাসেল সরকারকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

রাসেল সরকারকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মােমেন।

এদিকে গজারিয়া থানা সুত্রে জানাযায়, শ্রমিক নেতা বি- আলম হত্যা মামলার পলাতক আসামি রাসেল সরকারের বিরুদ্ধে গজারিয়া থানায় অস্ত্র, চাঁদাবাজি ও মাদক আইনে দায়েরকৃত ১৪টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ ভােরে সন্ত্রাসী হামলায় সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতা আলম মােল্লাসহ ৯ জন আহত হয়। তার মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । তিনজনের মধ্যে আলম মােল্লার ( ৩৫ ) দুই পায়ের রগ কেটে দেয়া হয় , মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয় । চিকিৎসাধীন অবস্থায় ৫ মার্চ সন্ধ্যায় মারা যান আলম মােল্লা । ৬ মার্চ আলম মােল্লার ছােট ভাই ইমন আহমেদ সবুজ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় দায়ের করা মামলাটি থানা পুলিশ তদন্ত শেষে চার্জশিট দিলে বাদী না-রাজি দেয়। এতে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়।পরে পিবিআই মামলাটি তদন্ত করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা