May 17, 2024, 8:27 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

‘আগুন নিয়ে খেলা’র রাজনীতি বন্ধ করতে হবে: আ স ম রব

১৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি আব্দুল হাই এর স্মরণে ভার্চুয়াল শোকসভায় সভাপতির ভাষণে দলীয় সভাপতি আ স ম আবদুর রব বলেন, পরিবহনে আগুন বা পেট্রোল বোমা নিক্ষেপ বা প্রাণহানির মত ঘটনায় ‘প্রকৃত সত্যকে উদঘাটন’ না করে সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার অপকৌশল গ্রহণ করে কপটতার আশ্রয় নিয়েছে। ঘটনার অব্যবহিত পরেই বিরোধী দলকে অভিযুক্ত করে অসংখ্য মানুষের নামে সরকার মামলা দায়ের করে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে সরকারি দল কোনরকম প্রমাণ ব্যতিরেকে বিরোধী দলকে ঘায়েল করার অপকৌশলে লিপ্ত থেকে রাজনৈতিক পরিস্থিতিকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, রাজনৈতিক শূন্যতা আর গণতান্ত্রিক সংস্কৃতির অনুপস্থিতিতে জন্ম নেয় আশঙ্কা ও অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার কারণে ক্ষমতাসীন গোষ্ঠী আত্মবিশ্বাসের অভাবে যে কোন ঘটনা বা পরিস্থিতিকে পুঁজি করে নিজেদের অবস্থান সংহত করতে চায়। তাই অনুরূপ পরিস্থিতির সৃষ্টি হলেই প্রকৃত ঘটনাকে আড়াল করে তারা সদর্পে আস্ফালনে নেমে পড়ে বিরোধী দল দমনে।

‘অতীতের মত আগুন নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক খেলা তার জ্বলন্ত প্রমাণ। আগুন নিয়ে খেলার রাজনীতি একদিকে যেমন মূল্যবান জীবন ও সম্পদের ক্ষতিসাধন করছে অন্যদিকে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করছে। এটা কোন ক্রমেই মেনে নেয়া যায় না।’

আ স ম আবদুর রব বলেন, দেশের বৃহত্তর গণতান্ত্রিক স্বার্থে ‘আগুন নিয়ে খেলা’র রাজনীতি সরকারকে অবশ্যই বন্ধ করতে হবে। ‘নিয়ন্ত্রিত’ ও ‘সংকুচিত’ রাজনীতি এবং জনগণের সম্মতি বিহীন রাষ্ট্র পরিচালনার পরিবর্তে সকল মত পথের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। এর মাধ্যমেই যে কোন ধরনের অপরাজনীতি ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করে গতিশীল রাজনীতির বিকাশ ঘটানো সম্ভব হবে।

শোক সভায় প্রয়াত নেতা এডভোকেট আব্দুল হাই’র স্মৃতিচারণ করে তিনি বলেন, একটি গণমুখী রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন আমাদের প্রিয় সাথী আবদুল হাই। সে স্বপ্ন পূরণে আমাদেরকে নিরলস সংগ্রাম চালিয়ে যেতে হবে।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সাবেক দায়রা জজ ও সুপ্রীম কোর্টের আইনজীবী সা কা ম আনিসুর রহমান খান, মিসেস তানিয়া রব, মো. সিরাজ মিয়া, ডা. জবিউল হোসেন, আমিন উদ্দিন বিএসসি, ড. শাহানাজ জাহান লিনা, এ্যাড. সৈয়দা ফাতেমা হেনা, আহসান উদ্দিন চৌধুরী সুইট, মোশাররফ হোসেন মন্টু, ব্যারিষ্টার ফারাহ খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা