May 18, 2024, 4:17 pm
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

এ কেমন বাটপারি?

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

১৯৭১ সালে সারা দেশে যখন অসহযোগ চলছিলো, ঠিক সে সময় নকল দলিল করে অর্পিত সম্পত্তি নিজের নামে লিখে নেন, যশোরের সুজায়েত নামে এক ব্যক্তি। দীর্ঘ আইনি পথ পেরিয়ে, মঙ্গলবার আপিল বিভাগ এক রায়ে, এ জমির ফেরত পান প্রকৃত মালিক।

৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্বাধীনতার ডাক দিলেন বঙ্গবন্ধু। এরপরই সারাদেশে শুরু হয় অসহযোগ আন্দোলন। বন্ধ হয়ে যায় গাড়ি ঘোড়া সবকিছুই। ঠিক সেসময় যশোরের তৃতীয় মুন্সেফ আদালতের এক তরফা রায়ে, কোতয়ালীর বকচরের ৪১ শতাংশ জমি বুঝে নেন সুজায়েত আলী খান।

এরপর এ জমির খোঁজ আর কেউই রাখেনি। ২০০৮ সালে সাদেক আহমেদ নামে আরেক ব্যক্তি হাইকোর্টে রিট করেন সেই জমির মালিকানা দাবি করে। আদালত রায়ও দেন, সাদেক আহমেদের পক্ষে।

এরপর মামলাটি আবারও চলে যায় ডিপফ্রিজে। চলতি বছর করোনা মহামারীর সময় যখন পুরনো মামলাগুলোর শুনানি শুরু হয় তখন এ মামলাটি আসে আপিল বিভাগে। যা দেখে সন্দেহ হয়, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের। কারণ ৭১ এর ১৫ মার্চ দেশের অফিস আদালত বন্ধ ছিলো। তদন্ত করতে পাঠায় আপিল বিভাগ। সেই রিপোর্টে যশোর জেলা ও দায়রা জজ আদালত জানায়, পয়লা মার্চের পর কোনো মামলার শুনানি হয়নি যশোর মুন্সেফ আদালতে।

মামলার চূড়ান্ত শুনানিতে হাইকোর্টের রায় স্থগিত করে দেন আপিল বিভাগ। সেই সাথে ৪১ শতাংশ জমি রাষ্ট্রের অনুকূলে অর্পিত সম্পত্তি হিসেবে অবমুক্ত করে দেন।

রাষ্ট্রপক্ষ বলছে, এ মামলার জালিয়াতির সাথে যারা জড়িত; তাদের বিষয়ে কোনো আদেশ দেন কি না আপিল বিভাগ; তা রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর বোঝা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা