May 18, 2024, 7:14 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

এসএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, দিনাজপুর প্রতিনিধি:

এসএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন ও মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীরা।

‘করোনায় এসএসসি নয়’ এমন স্লোগানে সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা সদরের বিজয় চত্বরে মানবন্ধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফি রুদ্র, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষার্থী অনিক রায় এবং ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মো. নুর প্রমুখ।

এসএসসি পরীক্ষা স্থগিত হবে না শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন ঘোষণা দিয়েছেন বলে দাবি করে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা তাদের লেখা পড়া সঠিক ভাবে এগিয়ে নিতে পারেনি। হয়নি সিলেবাস অনুযায়ী পড়াশুনা। এসএসসি পরীক্ষা প্রস্তুতির জন্য শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনী সময় পাইনি আমরা। অনলাইন ক্লাস চালু করলেও সুযোগ সুবিধা না থাকায় সেই অনলাইন ক্লাসে বেশির ভাগ শিক্ষার্থী অংশ নিতে পারেনি।

এই পরিস্থিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রকাশ পাবে না। তাছাড়া স্বাস্থ্য দপ্তরের পক্ষ হতে আগামীদিনে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে চাই না। আমরা চাই নিরাপদ শিক্ষা জীবন। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা