May 18, 2024, 12:58 pm
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লার বুড়িচংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের পূর্ব পাড়ার মোল্লা বাড়ির আসমত আলীর শিশু পুত্র মোঃবাইজিদ (৪) নামের এক শিশু রোববার দুপুরে বাড়ির সকলের অজান্তে খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র ও স্থানঈ সাংবাদিক মারুফ হোসেন জানান জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন এর বাকশীমুল পূর্ব পাড়ার মোল্লা বাড়ির আসমত আলীর শিশুপুত্র মোঃ বাইজিদ (৪) রোববার সকাল ১০ টায় বাড়ির সবার অজান্তে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। বাইজিদকে তার মা রেহানা আক্তার কোথাও না পেয়ে তার বাবাকে জানালে পিতা মা ও বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোজা খোজি করে। পরে দুপুর ১২টায় শিশু বাইজিদের মা ও বাবা তাদের বাড়ির উত্তর পাশের পুকুরে গিয়ে দেখতে পায় পুকুরের পানিতে শিশুটি ভাসতে থাকে। সঙ্গে সঙ্গে পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু তাকে মৃত্যু ঘোষণা করেন।

আসমত আলীর ৪সন্তানের মধ্যে ২ছেলে ২মেয়ে এর মধ্যে বাইজিদ ছোট ছেলে ছিল। এ সন্তানের অকাল মৃত্যুতে পিতা মাতা  আত্মীয় স্বজনদের আহাজারিতে এলাকার মধ্যে শোকের মাতম বইছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা