May 18, 2024, 11:40 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

শেরপুরে নকলা পৌর নির্বাচনে ৪ মেয়র প্রার্থীসহ ৫৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ

০৪ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,  হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরে নকলা পৌরসভার সাধারণ নির্বাচনের মনোনয়ন পত্র বাছাই রোববার বিকেলে জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মনোনয়ন পত্র বাছাই করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুকদার।এ সময় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী, সংরক্ষিত ও সাধারন কাউন্সিলর প্রার্থীগন। স্বতন্ত্র মেয়র প্রার্থীর ক্ষেত্রে মনোনয়ন পত্র দাখিলের সময় পৌরসভার ১’শ জন ভোটারের নামের তালিকা ও ভোটার নম্বর জমা দিতে হয়। কিন্তু নকলা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোক্তার হোসেন মনোনয়ন পত্র দাখিলের সময় পৌরসভার ১’শ জন ভোটারের নামের তালিকা ও ভোটার নম্বর অসম্পূর্ন ভাবে দাখিল করায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।

নকলা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান লিটন , বিএনপির মনোনিত প্রার্থী এনামুল হক রিপন, বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন,এই ৪ জন মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। সাধারণ কাউন্সিলর পদে ৩৯জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থীর মনোনয়ন পত্রও বৈধ ঘোষনা করা হয়।উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারী এবং ভোট গ্রহন হবে ৩০ জানুয়ারী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা