May 18, 2024, 7:14 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

টাঙ্গাইলে নবাব বিরিয়ানি হাউজসহ ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমান

১৮ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল :

রমজান মাস কে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা হয়েছে।

রবিবার(১৮ এপ্রিল)দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং জেলা প্রশাসকের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মেসার্স আলহাজ্ব স্টোর কে ১ হাজার,মেসার্স পালকি স্টোর কে ২ হাজার,মা বাবার দোয়া স্টোর কে ২ হাজার এবং নবাব বিরিয়ানি হাউজ কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের স্বাস্হ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে ইফতেখারুল অালম রিজভী জানান,রমজান কে পুজি করে কোন ব্যবসায়ী যাতে সাধারণ মানুষের কাছ থেকে অধিক অর্থ না নিতে পারে সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম।এছাড়া মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারণকে মাস্ক পরিধান সহ যাবতীয় নির্দেশনাবলি মেনে চলার আহবান জানান।তিনি বলেন,জনস্বার্থে এ ধরনের তদারকি সর্বদা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা