May 19, 2024, 3:45 pm
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

হোমনায় ফিলিস্তিনির উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে গ্রীন ভয়েসের মানববন্দন ও প্রতিবাদ সভা

২২ মে ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার,হোমনা,কুমিল্লা প্রতিনিধি:
হোমনায় ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েল বাহিনীর বর্বর মানবতাবিরুধী নগ্ন হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।

গতকাল শুক্রবার ৩ উপজেলার রামকৃষ্ণপুর শেখ হাসিনা তিতাস সেতু (ওয়াই ব্রীজে) ফিলিস্তিনির নিরস্ত্র নিরিহ সাধারণ জনগনের উপর ইসরায়েলের মানবতাবিরুধী নগ্ন হামলার প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস হোমনা উপজেলা শাখা ও সেচ্ছায় রক্তদান সংগঠন মুক্ত জীবন।

এতে প্রখর রৌদ্রতাপ ও ভ্যাপসা গরমকে ওপেক্ষা করে বিভিন্ন এলাকার কয়েক হাজার মুসলমা মানবতাবাদী সাধারণ মানুষ যোগ দিয়ে প্রতিবাদ জানান।

এসময় বক্তারা বলেন ফিলিস্তিনির নিরস্ত্র নিরিহ সাধারণ জনগনের উপর ইসরায়েলের নগ্ন হামলার প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছি আমরা। যেভাবে নগ্ন হামলা করেছে আমরা খুবই উদ্বিগ্ন। তারা প্রকাশ্যে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছে। এমন হীন কাজ আমরা কখনোই সমর্থন করি না। সম্প্রতি প্রায় ১৫০ জন ফিলিস্তানী নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।তারা বলেন, ওআইসি ও আরব লীগের নীরবতা আমাদেরকে ব্যথিত করেছে।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানাচ্ছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, মুক্ত জীবন সহ উপস্থিত সকল সংগঠন এর পক্ষ থেকে । পাশাপাশি ফিলিস্তানী রাষ্ট্রের পূর্ণাঙ্গ স্বাধীনতা করতে হবে। ফিলিস্তানী নাগরিকদের স্বাধীনতা আন্দোলনের প্রতি আমরা পূর্ণাঙ্গ সমর্থন ও সংহতি জানাচ্ছি।

তারা আরও বলেন, ইসরায়েল বাহিনীর সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে হবে। জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এই নৃশংস হামলার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা আরোও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

এসময় মোঠোফোনে ভার্চুয়াল বক্তব্য সংহতি জানিয়ে গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবির সুমন বলেন , ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েল বাহিনীর বর্বরোচিত হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনের ওপর হামলাকারী ইসরায়েল বাহিনীর নগ্ন হামলা শতশত ফিলিস্তান নাগরিকের জীবন কেড়ে নিয়েছে। মুসলিমদের পবিত্র মসজিদ আল আকসায় হামলার মাধ্যমে ইসরায়েল বাহিনী অত্যন্ত ঘৃণিত অপরাধ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তানী নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহবান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা