May 17, 2024, 10:52 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ফেনসিডিলসহ সরকারি প্রাথমিকের শিক্ষক গ্রেপ্তার

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ফেনসিডিলসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনয়নের জাহানাবাদ কেরুর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষকের নাম আরিফ সরদার। তিনি চন্ডিপুরের বারোকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, আরিফ, শাহানুর ইসলাম ও জুয়েল কাগজের ব্যাগে করে ফেনসিডিল নিয়ে মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন। তাদের সন্দেহ হলে তল্লাশি চালায় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় পার্বতীপুর থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার আরিফ ভবানীপুর এলাকার শেরপুর বনডাঙ্গা গ্রামের আমিনুল ইসলাম ওরফে কালামের ছেলে। এছাড়া গ্রেপ্তার আরেকজন হলেন, খানসামা উপজেলার কায়েমপুর শাহপাড়া গ্রামের শাহানুর ইসলাম (৩৫)।

বারোকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির কুমার দাস বলেন, আরিফ সরদার তার স্কুলের সহকারী শিক্ষক।

পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক.খ.ম. আলাউল হাদী জানান, অরিফ সরদারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা