May 18, 2024, 1:51 pm
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ছাত্রকে পিটিয়ে কারাগারে শিক্ষক

০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রাইভেট পড়তে গিয়ে অঙ্ক ভুল করায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগে বিদ্যালয়ের শিক্ষক শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০৬ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (০৫ জুলাই) রাতে ওই শিক্ষার্থীর পিতা মো. সেলিম উদ্দিন ফেনী মডেল থানায় মামলা করলে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, শিক্ষার্থী ফজলুল আহমদ আদর সোমবার সকালে প্রাইভেট পড়তে গিয়ে অঙ্ক ভুল করায় পিটিয়ে মারাত্মক আহত করেন শিক্ষক শাহ আলম। এ বিষয়ে শিক্ষার্থীর বাবা মোহাম্মদ সেলিম উদ্দিন থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।

শিক্ষার্থীর বাবা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, করোনা মহামারিতে দীর্ঘ সময় স্কুল-কলেজ বন্ধ থাকলেও শাহ আলম তার ডাক্তারপাড়ার বাসায় প্রতিদিন ৩০ জন করে তিন ব্যাচে ৯০ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান। প্রাইভেটে অঙ্ক ভুল করলে আদরকে পিটিয়ে আহত করেন ওই শিক্ষক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা