May 18, 2024, 12:29 pm
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ডাকাত ধরতে গিয়ে অস্ত্র-বিস্ফোরক দ্রব্যের সন্ধান

০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গহীন পাহাড়ে ডাকাত ধরতে গিয়ে অস্ত্র-গুলি ও ৩ কেজি বিস্ফোরক দ্রব্যের সন্ধান পেয়েছে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সদস্যরা।

মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া পাহাড়ি এলাকায় ডাকাত ধরার অভিযান চলাকালীন দুটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও তিন কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আবদুল আজিজ আজমেদ রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে রামুর ২ নম্বর গর্জনীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জাকির হোসেনের বাড়ির পশ্চিম পাশে কয়েকজন ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে বিজিবি অভিযানে যায়।

বিজিবির টহল টের পেয়ে দুর্বৃত্তরা কৌশলে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চলাকালীন আকাশমনি গাছের বাগানে দেশীয় তৈরি এলজি বন্দুক একটি, পিস্তল একটি (এলজি), বন্দুকের কার্তুজ তিন রাউন্ড ও তিন কেজি ২০০ গ্রাম দেশীয় বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।

১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আবদুল আজিজ আজমেদ বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রামু থানায় হস্তান্তর করার কার্যক্রম চলছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা