May 18, 2024, 6:35 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মেঘনায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার  

১৪ জুলাই ২০২২ইং বিন্দুবাংলা টিভি. কম,

মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় সায়মা আক্তার রুমা নামে  দুই সন্তানের জননীর রহস্যজনক লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় প্রবাস  ফেরত স্বামী মো: সোহেল  সহ পরিবারের সকল সদস্য পলাতক আছে।  গত বুধবার রাত ৮ টার দিকে উপজেলার নলচর গ্রাম থেকে এ  লাশ উদ্ধার করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায় রুমার শশুর বাড়ি ও মায়ের বাড়ি পাশাপাশি।  গত বুধবার মাগরিবের পূর্ব মুহূর্তে ঘরের দরজা বন্ধ দেখে রুমার মা ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে আশপাশের লোকজন এসে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে রুমার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্বামী সহ পরিবারের কাউকে খুঁজে না পেয়ে পুলিশ কে খবর দেয়। রাত অনুমান ৮ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের মর্গে পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার দুপুরে মরদেহ এলাকাবাসী দাফন করেছেন। এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন খবর পেয়ে সাথে সাথে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি অপ মৃত্যুর মামলা হয়েছে। সুরতহাল প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্বামীর পরিবারের সবাই পলাতক বিষয়ে জানতে চাইলে ওসি বলেন লাশ উদ্ধারের সময় কাউকে পাইনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা