May 20, 2024, 8:35 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

অটো মালিক, শ্রমিক সমিতির চেক বিতরণ ও ইফতার মাহফিল

 

অলিউল্লাহ, গোদাগাড়ী :গোদাগাড়ী উপজেলা অটোরিকশা মালিক ও শ্রমিক কল্যান সমিতির চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) গোদাগাড়ী উপজেলার আলম সুপার মার্কেটের নিজ মাঠে এই চেক বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ সদস্য ও অটোরিকশা মালিক ও শ্রমিক কল্যান সমিতির সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।

সমিতির সঞ্চিত তহবিল থেকে ঈদুল ফিতর উপলক্ষে সদস্যদের মাঝে এই চেক বিতরণ করা হয়। ১৯৩ (একশত তিরানব্বই) জন সদস্যের মাঝে ৩০০০ (তিন হাজার) টাকা হারে মোট ৫৭৯,০০০ (পাঁচ লক্ষ উন আশি হাজার) টাকা প্রদান করা হয়।এসময় অটোরিকশা মালিক ও শ্রমিক কল্যান সমিতির অনুষ্ঠানে সমিতির ৩০০ (তিনশত) জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও সকল সদস্যগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।অটোরিকশা মালিক ও শ্রমিক কল্যান সমিতির সভাপতি রবিউল আলম বলেন, ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় উৎসব। উৎসবকে আনন্দময় করতেই এই আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়েছে। অটোরিকশা মালিক ও শ্রমিক কল্যান সমিতির সবাই নতুন পোশাকে ঈদের উৎসব পালন করতে পারলেই আমাদের সকলের স্বার্থকতা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা