May 19, 2024, 5:01 pm
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মৌলভীবাজারে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

সংবাদদাতা।।

মৌলভীবাজারের জুড়ীতে বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে বসতঘরের মধ্যে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ মঙ্গলবার ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব জুড়ি ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী এলাকার ভাঙ্গারপার গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—দিনমজুর ও বাক প্রতিবন্ধী ফয়জুর রহমান (৫০), তাঁর স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৫), সাবিনা বেগম (৯) ও ছেলে সায়েম উদ্দিন (৭)। আহত একজন হলেন সোনিয়া আক্তার (১২)। তাঁকে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।

জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গতকাল ভোর রাতে বজ্রবৃষ্টি হয়। এ সময় বিদ্যুৎ লাইনের ওপর বজ্রপাত পড়ে। বিদ্যুৎ লাইনের নিচে টিনের ঘরে বাক প্রতিবন্ধী ফয়জুর রহমান বসবাস করতেন পরিবার নিয়ে। বিদ্যুৎ লাইনের ওপর বজ্রপাত হওয়ার কারণে সারা ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজন মারা যান ও একজন আহত হন।

এ বিষয়ে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ূম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বাক প্রতিবন্ধী ফয়জুর রহমানসহ পরিবারের ৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। যে একজন বেঁচে আছে তাঁরও অর্ধেক শরীর পুড়ে গেছে। সারা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা