August 1, 2025, 10:48 pm
সর্বশেষ:
মেঘনায় এলজিইডির উদ্যোগে ৯টি নতুন ব্রীজ ও ৩৪ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প সয়েল টেস্ট সম্পন্ন, দ্রুত শুরু হচ্ছে নির্মাণ কাজ ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ৬০ প্রকল্পের শত ঠিকাদার, টাকা তুলে নিয়ে উধাও গারদ খানার মতো মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় জনদুর্ভোগ চরমে দেশে নৈরাজ্যের আশঙ্কা এসবির, সব জেলায় সতর্কবার্তা সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিলের রায় বহাল The Guardian of Democracy — Tarique Rahman মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি

মধ্যরাতে ট্রেনের অনবরত হুইসেলে জনমনে আতঙ্ক

২১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী মহানগর এক্সপ্রেস (৭২২) ট্রেনের অনবরত হুইসেলের শব্দে ট্রেনের যাত্রী, স্টেশনের মানুষসহ ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

শুত্রুবার (২০ নভেম্বর) রাত পৌনে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যাত্রীসহ আশপাশের মানুষদের মধ্যে এই আতঙ্ক সৃষ্টি হয়। ট্রেনের যাত্রী ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী স্টেশন আসলে হটাৎ বিকট শব্দে ট্রেনের হুইসেল বাজতে শুরু করে।

সবাই ধরেই নিয়েছিল একটু পরেই এটি নিয়মমাফিক বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটি হয়নি। নরসিংদী থেকে এভাবে বিকট শব্দে হুইসেল বাজিয়ে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আসলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।

ট্রেনের যাত্রীরা ট্রেনে থাকা স্টাফদের জিজ্ঞাসা করলে তারা জানান, ট্রেনের হুইসসেলটিতে সমস্যা হয়েছে। সামনে থাকা আখাউড়া জংশনে গিয়ে কি করা যায় দেখা হবে।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনমাস্টার মোহাম্মদ শুহেব সতত্যা নিশ্চিত করে বলেন, হুইসেলে শর্টসার্কিট থেকে এমনটি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ট্রেনের বাঁশির আওয়াজ এমন দীর্ঘক্ষণ হতে মানুষ আগে খুব কম সমেই দেখেছে বা শুনেছে। তাই একটু আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সামনে আখাউড়া জংশনে গিয়ে ট্রেনটির বাঁশির সমস্যাটি সমাধান করে আবার চট্টগ্রামের দিকে ট্রেনটি ছেড়ে যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা