May 18, 2024, 8:56 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

টি-টেয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিতর্কের অবসান। জাদেজার কনকাশন পরিবর্ত ব্যবহার করে ভারত ক্যানবেরায় বাড়তি সুবিধা নিয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছিলো। তবে বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতেই সেই বিতর্কে ইতি পড়লো বলা যায়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, মাথার চোটের জন্য বাকি টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা। তার পরিবর্ত হিসেবে শার্দুল ঠাকুরকে টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ ডিসেম্বর ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ইনিংসের শেষ ওভারে রবীন্দ্র জাদেজা মাথার বাঁ-দিকে চোট পেয়েছেন। বিরতিতে ড্রেসিং রুমে ডাক্তারি মূল্যায়নের পরেই চোটের গুরুত্ব অনুধাবন করা গিয়েছে। জাদেজা আপাতত পর্যবেক্ষণে রয়েছেন। শনিবার সকালে পুনরায় মূল্যায়নের পর প্রয়োজন হলে স্ক্যান করানো হবে। চলতি টি-টোয়েন্টি সিরিজে তিনি আর অংশ নেবেন না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সর্বভারতীয় সিনিয়র নির্বাচক মণ্ডলী শার্দুল ঠাকুরকে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকিয়ে দিয়েছে।

ক্যানবেরায় জাদেজার পরিবর্ত হিসেবে চাহাল মাঠে নামায় প্রশ্ন তোলেন মাইকেল ভন, টম মুডির মতো সাবেক ক্রিকেটাররা। তাদের দাবি, জাদেজার চোট গুরুতর হলে মাঠে কেন কোনো ডাক্তারকে দেখা গেলো না। জাদেজা সিরিজ থেকে ছিটকে যাওয়ায় অন্তত এটা প্রমাণিত হয় যে, তার চোট অবহেলা করার মতো নয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা