৩১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
ঢাকা -কুমিল্লা হাইওয়ে সড়কে বালুয়াকান্দি ভূঁইয়া পাম্পের বিপরীত পাশে ঢাকা মুখি এশিয়া লাইন বাস গাছের সাথে ধাক্কা লেগে উল্টিয়ে যায়। এস আই ইউনুছ জানিয়েছেন বাসে বেশি যাএি ছিল না।অল্প সংখক যাএি ছিল তাদের মাঝে কেউ তেমন মারাক্তক আহত হয়নি।যারা আহত হয়েছে তারা নিজ ইচ্ছায় তাদের গন্তব্য স্থানে চলে গেছে বলে যানা যায়। পুলিশ ঘটনা স্থলে এসে চালক সহ বাসের কোন স্টাফ কে পাওয়া যায়নি বলে যানিয়েছেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।