January 23, 2025, 7:06 am
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার জন্য আজম্ম লড়াই চালিয়ে যাব: মাহমুদুর রহমান ‘পাতী নেতা’ও ‘ছারপোকা’ শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না কুমিল্লাসহ তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের ওএসডি, নতুন নিয়োগ মেঘনায় তারুণ্যের উৎসবে স্থানীয় বিএনপির নেতাদের উপস্থিতি নেই কেন? ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা, আ.লীগ নেতা কারাগারে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রমিজ উদ্দিন লন্ডনীর সাথে সেলিম ভুইয়ার ভুল বুঝাবুঝির অবসান করতে হবে : জালাল আহমেদ

মেঘনায় আলোচিত শিশু রিফান হত্যার মূল আসামি গ্রেপ্তার রহস্য উদঘাটন

২৫ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ  বিপ্লব  সিকদার  :

কুমিল্লার  মেঘনা  উপজেলায়  আলোচিত  রিফানুল ইসলাম (৫) হত্যার  মূল  আসামি  গ্রেপ্তার ও রহস্য উদঘাটন   করেছে  পুলিশ । গ্রেপ্তারকৃত আসামী উপজেলার বৈদ্ধ্যনাথ পুর গ্রামের মো: কবির হোসেনের ছেলে মো: শাকিল । পুলিশ  সূত্রে জানা  যায়  গতকাল রাতে আসামীকে  মুন্সিগঞ্জ জেলার গজারিয়া  উপজেলার  রসুলপুর এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে মেঘনা থানা অফিসার ইনচার্জ  আব্দুল  মজিদ বলেন মামালা হওয়ার তিন দিনের মাথায় সহকারী পুলিশ সুপার (হোমনা -মেঘনা) মো: ফজলুল করিম স্যার সহ মেঘনা থানা টিম অনুসন্ধান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় কিছুক্ষণের  মধ্যেই  আমরা তাকে কোর্টে প্রেরণ করবো।

হোমনা সার্কেল ফেসবুক আইডিতে বর্ননায় আসামি স্বীকারোক্তি মুলক জবানবন্দিতে বলেন  স্যার জীবনে এই একটাই পাপ করেছি। স্যার গ্রামে গিয়ে জিজ্ঞাসা  করবেন আমি কেমন?? স্যার আমি খুন করিনি, এটা একটা দূর্ঘটনা। স্যার সেদিন আমি বরশি তৈরী করছিলাম মাছ ধরার জন্য আমাদের বাড়ির সাথে গ্যারেজের সামনে বসে। আনুমানিক ১১-১১:৩০ ওরা দুজন মেহেদী আর রিফান আমার সামনেই ছিল তখন। আমরা একসাথে গ্রামের দোকান থেকে খাবার এনে খেয়েছি। ওরা খুব দুষ্টুমি করছিল। ওদেরকে যেতে বললে মেহেদি চলে যায়। কিন্তু রিফান না গিয়ে দুষ্টুমি করলে যে ইট নিচে রেখে মাছ ধরার ছিপ তৈরী করছিলাম তা ছুড়ে মারি। ইটটি তার মুখে লাগলে সে পড়ে যায়। কোন সাড়া শব্দ না পেয়ে তাকে গ্যারেজে ঢুকিয়ে বাড়ি থেকে পানি এনে মুখে ছিটিয়ে দেখি নড়াচড়া করছে না। ভেবে পাচ্ছিলাম না কি করব। প্রায় আধাঘন্টা অপেক্ষার পর প্রথমে প্লাস্টিকের বস্তা এরপর চটের বস্তায় ঢুকিয়ে গ্যারেজের পিছনে লাকড়ির নিচে লুকিয়ে রাখি। ০৮/০৯ দিন পর যখন একটু গন্ধ বের হতে শুরু করলে একটা কার ভাড়া করে বুধবার রাত ০২ টায় ওমরাকান্দা ব্রিজের উপর থেকে ফেলে দিয়ে চট্টগ্রামে চলে যাই। ও আমার চাচাতো ভাই ওকে আমি মারতে চাইনি। ঘটনার পর থেকে স্যার ঘুমাতে পারিনা, খাইতে পারিনা, কি করব বুঝতে পারিনি।

উল্লেখ্য  গত ১২ জানুয়ারি  শিশু  রিফানুল ইসলাম নিখোঁজ হওয়ার ১২ দিন পর গত শুক্রবার  উপজেলার  ওমরাকান্দা ব্রিজের  নিচে মেঘনার শাখা নদী ভাসমান মৎস্য প্রকল্পের খাচা থেকে তার মরদেহ  উদ্ধার  করে  পুলিশ ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা